পাখির খাদ্যের আড়ালে ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ আটক

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ | ৮:৫১ অপরাহ্ণ

পাখির খাদ্যের আড়ালে ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ আটক
apps

পাখির খাদ্যের নামে পাকিস্তান থেকে আসা একটি চালানে প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

​আটক হওয়া এই বিপুল পরিমাণ পপি বীজের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। যেখানে আমদানিকারক প্রতিষ্ঠান চালানের ঘোষিত মূল্য দেখিয়েছিল মাত্র ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা।

​কাস্টমস সূত্রে জানা যায়, মেসার্স আদিব ট্রেডিং নামক আমদানিকারক প্রতিষ্ঠানটি মোট ৩২ হাজার ১০ কেজি পণ্যের চালান আমদানি করে। এর মধ্যে প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি বীজ পাওয়া যায়।
​বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানায়, আমদানিকারক কৌশল হিসেবে কন্টেইনারের দরজার কাছে প্রথমদিকে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড (পাখির খাদ্য) দিয়ে ভেতরের বিপুল পরিমাণ পপি বীজ ঢেকে রেখে অবৈধভাবে আমদানির অপচেষ্টা করেছিল।

​উদ্ধার হওয়া পপি বীজের নমুনা চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভৌত ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

​উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে প্রাপ্ত প্রতিবেদনে পণ্যটি পপি বীজ হিসেবে নিশ্চিত করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে অঙ্কুরোদগম উপযোগী পপি বীজ ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। এছাড়া, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পপি বীজ আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ।

​মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পপি বীজ আমদানির দায়ে কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক চালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক আটক করা হয়েছে। আমদানিকারক মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট এবং অফডক কর্তৃপক্ষের উপস্থিতিতে কায়িক পরীক্ষার মাধ্যমে এই অবৈধ চালানটি ধরা পড়ে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Development by: webnewsdesign.com