পাকিস্তানের মাটিতে বসেই সেদেশের তীব্র সমালোচনা করলেন কবি ও গীতিকার জাভেদ আখতার

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ১:২২ অপরাহ্ণ

পাকিস্তানের মাটিতে বসেই সেদেশের তীব্র সমালোচনা করলেন কবি ও গীতিকার জাভেদ আখতার
পাকিস্তানের মাটিতে বসেই সেদেশের তীব্র সমালোচনা করলেন কবি ও গীতিকার জাভেদ আখতার
apps

জাভেদ আখতার, ভারতের প্রখ্যাত কবি ও গীতিকার। সম্প্রতি পাকিস্তানের মাটিতে বসেই সে দেশের তীব্র সমালোচনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার সেই বক্তব্যের একটি ভিডিও। তাকে লেখককে প্রশংসায় ভাসাচ্ছেন ভারতীয় নাগরিক ও শিল্পী-অভিনেতারা।

জানা গেছে, সম্প্রতি পাকিস্তানে এক অনুষ্ঠানে যোগ দিতে যান জাভেদ আখতার। কবি অয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জাভেদ আখতার মনে করিয়ে দেন এক দগদগে ইতিহাসের কথা, যে কথা বহু বছর পরেও ভুলতে পারেননি তিনি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই অনুষ্ঠানে পাকিস্তানি একজন জাভেদ আখতারকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? পাকিস্তানের মানুষ শুধু আপনাদের ওপর বোমাই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন, এটা বলবেন কি?’ মূলত এই প্রশ্ন থেকেই সূত্রপাত হয় জাভেদের বক্তব্যের। সূত্র: এনডিটিভি

Development by: webnewsdesign.com