পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুমকি: যা বললেন ভারতের ক্রীড়া ও যুবমন্ত্রী অনুরাগ ঠাকুর

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ২:৪২ অপরাহ্ণ

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের হুমকি: যা বললেন ভারতের ক্রীড়া ও যুবমন্ত্রী অনুরাগ ঠাকুর
apps

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। দেশটির ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ একথা বলার পরই উত্তাপ ছড়িয়ে পড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও পাল্টা জবাবে জানিয়েছে, ভারত পাকিস্তানে না গেলে তারাও ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না।

এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন ভারতের ক্রীড়া ও যুবমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, অন্য কোনো কারণ নয় ভারত কেবল নিরাপত্তজনিত কারণে পাকিস্তানে যেতে চাইছে না।

অনুরাগ বলেন, ‘এটা বিসিসিআইর ব্যাপার, তারা এ নিয়ে কথা বলবে। ভারত খেলার পাওয়ার হাউজ, এখানে অনেক বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। আগামী বছর এখানে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। বিশ্বের সব বাঘা বাঘা দল এতে অংশ নেবে। ভারতকে আপনি খেলায় অস্বীকার করতে পারবেন না। ভারত খেলায় বড় অবদান রাখে, বিশেষ করে ক্রিকেট।

সুতরাং আগামী বছর বিশ্বকাপ আয়োজন করবে আর এটা হবে ঐতিহাসিক আয়োজন।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে একটি সিদ্ধান্ত নিয়েছে। এটা কেবল ক্রিকেটের বিষয়েই নয়। এ বিষয়ে ইন্ডিয়া কারও কথা শুনবে না।’
সূত্র: এনডিটিভি

Development by: webnewsdesign.com