পাঁচবিবিতে সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য, জব্দ করলেন এসিল্যান্ড

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ | ৩:০০ অপরাহ্ণ

পাঁচবিবিতে সরকারি গাছ কাটলেন ইউপি সদস্য, জব্দ করলেন এসিল্যান্ড
apps

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির কড়িয়া মন্ডলপাড়া এলাকায় রাস্তায় লাগানো সরকারি বড় ২টি গাছ কাটার অভিযোগ স্থানীয় ইউপি সদস্যর বিরুদ্ধে।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা ওই এলাকার একটি ছ’মিলে অভিযান চালিয়ে গাছের ডালগুলো জব্দ করেন।

জানা যায়, মঙ্গলবার স্থানীয় পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সুফিয়ান লোকজন দিয়ে ইউক্যালিপ্টার ২টি গাছ কাটেন।গাছের গুড়িগুলো কড়িয়া বাজারের কায়েশের ছ’মিলে রাখেন। পরে ভূমি অফিসার গাছগুলি উদ্ধার করে নিজ অফিস চত্বরে জমা রাখেন। এসময় ওই ছ’মিলের বৈধ্য কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এব্যপারে ইউপি সদস্যর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। তার পরিবারের দাবী গাছগুলি মসজিদের কাজের জন্য কাটা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসার বলেন,অবৈধ্য ভাবে সরকারি কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। নির্বাহী অফিসারের নির্দেশে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৪

Development by: webnewsdesign.com