জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহবায়ক আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
ধুরইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,একাডেমীক সুপারভাইজার জহুরুল ইসলাম, উচাই বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ আমিন, বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, পাঁচবিবি এল বি পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানসহ অনেকে।
Development by: webnewsdesign.com