পাঁচবিবিতে বাড়ির গেট ভেঙ্গে গৃহবধূকে মারধর করে টাকা ও স্বর্ণলংকার লুট

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ

পাঁচবিবিতে বাড়ির গেট ভেঙ্গে গৃহবধূকে মারধর করে টাকা ও স্বর্ণলংকার লুট
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে দিনদুপুরে বাড়ির গেট ভেঙ্গে গৃহবধূকে মারধর করে ৫ লাখ টাকা ও স্বর্ণলংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে ওই গৃহবধূ পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে সূত্রে জানা গেছে, একমাস আগে উপজেলার মাঝিনা (রিফিউজি) পাড়া গ্রামের মাসুদ রানা নিজ বাড়ির ছাদ ঢালাই দেওয়া নিয়ে প্রতিবেশী ময়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক রাজু ও মহি উদ্দিন,মৃত বশির উদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন ও দলিল উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়।পরে স্থানীয় চেয়ারম্যানসহ থানা পুলিশ বিষয়টি মিমাংসা করে ছাদ ঢালাই করার অনুমতি দেয়। সেই মোতাবেক ছাদ ঢালাই কাজ শেষ করা হয়।

মঙ্গলবার দুুপুরে মাসুদ রানার অনুপস্থিতিতে ময়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক রাজু ও মহি উদ্দিন, মৃত বশির উদ্দিনের ছেলে ময়েজ উদ্দিন ও দলিল উদ্দিন বাড়ির মেইন গেট ভেঙ্গে ফেলে বাড়ির ভেতরে ঢুকে মাসুদ রানার স্ত্রী সুরাইয়া বানুকে মারধর করে ও চুল ছিড়ে ফেলে। এ সময় তারা বাড়ি থেকে ৫ লাখ টাকা ও সুরাইয়া বানুর গলার চেইন নিয়ে চলে যায়। এ ব্যপারে মাসুদ রানার স্ত্রী সুরাইয়া বানু বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

Development by: webnewsdesign.com