পাঁচবিবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ৫:৫৫ অপরাহ্ণ

পাঁচবিবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
apps

২ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ ৭ দফার দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পাঁচবিবি পৌর পার্কে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে কড়িয়া মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে পৌর পার্কে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক ও পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন,ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন সরকার, বালিঘাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নুল আবেদীন মাহমুদ, মহিলা কলেজের প্রভাষক আব্দুল হামিদ, শিরট্রি ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আব্দুল বারি সরদার, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সড়াইল কলেজের প্রভাষক সেকেন্দার আলী, দারুল ইসলাহ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক হাসিবুল আলম, বড়পুকুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল সালাম, সড়াইল কলেজের ইন্সট্রাক্টর মাহবুব আলম জামিলসহ অনেকে।

উপজেলা পর্যায়ে চলমান আন্দোলন বাস্তবায়নের লক্ষে অধ্যক্ষ আনিছুর রহমানকে আহবায়ক ও প্রভাষক আহসান হাবিবকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সড়াইল কলেজের প্রভাষক শাহজাহান আলী।

Development by: webnewsdesign.com