পাঁচবিবিতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সরদার ৩ ডাকাত আটক

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৪:৪২ অপরাহ্ণ

পাঁচবিবিতে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত সরদার ৩ ডাকাত  আটক
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সরদার শহিদুল ইসলাম ওরফে কারেন্টসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে আটক করছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের হিলি-শালাইপুর সড়কের কলন্দপুর বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে থেকে তাদের আটক করা হয়। এসময় তিন রাউন্ড গুলি,একটি দেশীয় ওয়ান শুটারগান, ৩টি ধারলো হাসুয়া,১ টি ধারালো সামুরাই, একটি শাবল, ৪ টি বাঁশের লাঠি, ১টি নাইলনের মোটা রশি,৩ টি পুরাতন ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন-জেলার কালাই উপজেলার ভাটাহার গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম কারেন্ট (৪৪),পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে মোঃ ইয়ানুর হোসেন (৩০),দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নাহিদ শেখ এর ছেলে মোঃ মাহাবুব শেখ (৩৬)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাচশ চন্দ্র দেব জানান,কুখ্যাত ডাকাত সরদার শহিদুল ইসলাম ওরফে কারেন্ট এর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি,গরু ব্যবসায়ীর ট্রাকসহ গরু ডাকাতি,মটরসাইকেল ছিনতাই, অপহরণসহ সর্বমোট ১১ টি মামলা রয়েছে। ইয়ানুর হোসেন এর বিরুদ্ধে ৩ টি ও মাহাবুব শেখ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।আটককৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯ অ তৎসহ পেলাল কোড ৩৯৯/৪০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

Development by: webnewsdesign.com