পলাশবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ৬:৩৭ অপরাহ্ণ

পলাশবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
apps

৭৫ পরবর্তীতে দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এ দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেই হতে এই দিনটিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো। এ উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ বিকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বক্কর প্রধান,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুল হক সরকার,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা চৌধুরী,সহ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত,উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাববজান চৌধুরী,যুবলীগ সাধারন সম্পাদক তুষার সরকার বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,তাতীলীগ সাধারন সম্পাদক সাকলাইন মাহমুদ সজীবসহ উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দু।

উল্লেখ্য,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার সময় ও তারপরে স্বামী- সন্তানসহ ছয় বছর বিভিন্ন দেশে কাটিয়ে গত ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরতে সক্ষম হন শেখ হাসিনা। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলকে ছোট বোন শেখ রেহানার কাছে রেখে জীবনের মায়াত্যাগ করে দেশে ফেরেন তিনি। আজ সেই শেখ হাসিনার হাতে ঘুড়ে দাড়িয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

Development by: webnewsdesign.com