পরিকল্পনা বদল পাকিস্তানের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে

সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | ১:৪৬ অপরাহ্ণ

পরিকল্পনা বদল পাকিস্তানের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে
apps

ঘরের মাঠে টেস্ট সিরিজে স্পিননির্ভর একাদশ সাজিয়ে সাফল্য পাওয়ার পর, এবার অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডের জন্য পরিকল্পনা বদলে ফেলেছে পাকিস্তান। কন্ডিশন মাথায় রেখে চার পেসার নিয়ে একাদশ গড়েছে তারা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার (০৪ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করেছে সফরকারীরা।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এটিই পাকিস্তানের প্রথম ওয়ানডে। মেলবোর্নের সম্ভাব্য দ্রুত গতির ও বাউন্সি উইকেটে এই ম্যাচের জন্য পাকিস্তান একাদশে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। গত বছরের জানুয়ারির পর জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি হাসনাইন। নাসিম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে।

দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। তবে অফ স্পিন অলরাউন্ডার সালমান আলি আগা ও বাঁহাতি স্পিন অলরাউন্ডার কামরান গুলামকে দেখা যেতে পারে বোলিংয়ে। এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন সাইম আইয়ুবও।

এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কত্ব অধ্যায়। ২০২০-২১ সালে নিউ জিল্যান্ড সফরে দুটি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সাদা বলের ক্রিকেটে এবারই প্রথম টস করবেন ৩২ বছর বয়সী রিজওয়ান।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। এক সপ্তাহের মধ্যে দায়িত্ব দেওয়া হয় আফ্রিদিকে। কোনো ম্যাচ খেলার আগেই চার মাস পর সরিয়ে দেওয়া হয় বাঁহাতি পেসারকে।

এর এক সপ্তাহ পর আবার অধিনায়কত্ব দেওয়া হয় বাবরকে। কোনো ম্যাচ খেলার আগেই গত মাসে ফের সরে দাঁড়ান দলের সেরা ব্যাটসম্যান। এরপর গত সপ্তাহে দায়িত্ব পান রিজওয়ান। আর এই সময়ের মধ্যে কোচিং প্যানেল ও নির্বাচক কমিটিতেও হয়েছে বেশ কিছু পরিবর্তন।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শাফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), কামরান গুলাম, সালমান আলি আগা (সহ-অধিনায়ক), ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

 

Development by: webnewsdesign.com