পবিত্র ওমরা পালনে উচ্ছুক মুসল্লিদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ | ৩:০০ অপরাহ্ণ

পবিত্র ওমরা পালনে উচ্ছুক মুসল্লিদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু
apps

পবিত্র হজের পর এবার ওমরা পালনে উচ্ছুক মুসল্লিদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি আরব। সৌদি আরবের হজ ও বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

বৃহস্পতিবার থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরাহ পালন শুরু হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।সৌদিতে অবস্থানকারী অথবা সৌদি আরবরে বাইরে যে কোনো দেশ থেকে ওমরা ভিসার আবেদন করা যাবে।

বিদেশি মুসল্লিদের ওমরা ভিসার জন্য এই ওয়েবসাইটে (https://haj.gov.sa/ar/InternalPages/Umrah) ঢুকে আবেদন করতে বলা হয়েছে।

ওমরাহ পালন করতে চাইলে সৌদি আরবে আসার আগে করোনার টিকা গ্রহণ করা নিতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের ইস্যু করা কোভিড সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

Development by: webnewsdesign.com