পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি 

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ৪:৩৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি 
apps
আর মাত্র কয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে সরকারি ছুটি ব্যতীত হিলি কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের ২ অথবা ৩ তারিখ হতে পারে। যার কারণে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আগামী ১ মে রোববার থেকে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে ৬ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে সেদিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম এমনিতেই বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, টানা ছয় দিন বন্ধ শেষে ৭ মে শনিবার পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। বিষয়টি এক পত্র দ্বারা হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ঘোষণাকৃত ছুটি অনুযায়ী হিলি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে, বাকি দিন কাস্টমসের সব কার্যক্রম খোলা থাকবে। এছাড়া কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম খোলা থাকবে ঈদের দিনসহ সবদিন। এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা পারাপার করতে পারবেন।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, সরকারি ছুটি ব্যতীত বন্দরের সব কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি এ সময় বন্দরে আটকে পড়া পণ্য খালাস নিতে চাইলে আমদানিকারকরা নিতে পারবেন।

Development by: webnewsdesign.com