জেরুজালেমে পবিত্র আল-আকসায় হামলা: ইসরাইলের জোট সরকার ছাড়ছে মুসলিম দল

সোমবার, ১৮ এপ্রিল ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ

জেরুজালেমে পবিত্র আল-আকসায় হামলা: ইসরাইলের জোট সরকার ছাড়ছে মুসলিম দল
apps

রমজান মাসে জেরুজালেমে পবিত্র আল-আকসায় হামলা করায় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছে আরব মুসলিমদের দল ইউনাইটেড আরব লিস্ট পার্টি।

এ ধরনের মুসলিমবিদ্বেষী তৎপরতা অব্যাহত রাখলে দেশটির জোট সরকার থেকে পদত্যাগেরও হুমকি দিয়েছে প্রথমবারের মতো ইসরাইলের সরকারে যোগ দেওয়া মুসলিম এ দলটি।

আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক হামলা এবং দেড়শর বেশি ফিলিস্তিনি মুসল্লিকে পিটিয়ে আহত করার পর রোববার ইউনাইটেড আরব লিস্ট এ পদক্ষেপ নেয়। খবর ফ্রান্স২৪ নিউজের।

মুসলিম এ দলটি বলেছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কোয়ালিশন সরকারে তারা নিজেদের সমর্থন ও সংসদীয় তৎপরতা স্থগিত রাখছে। দলটি সতর্ক করে বলেছে— আল-কুদসের জনগণের ওপর যদি ইসরাইল সরকার নিপীড়ন অব্যাহত রাখে তাহলে তারা এই জোট থেকে পদত্যাগ করবে।

ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটে মোট ১২০টি আসন রয়েছে এবং ৬০ আসন নিয়ে নাফতালি বেনেটের জোট সরকার ক্ষমতায় রয়েছে।

জোট থেকে ইউনাইটেড আরব লিস্ট দল বেরিয়ে গেলে নাফতালি বেনেটের সরকার সংসদে তার অস্তিত্ব হারাবে এবং সরকার বাতিল হয়ে যাবে।

গত জুলাই মাসে এই দলটি বলেছিল, আল-আকসা মসজিদ সম্পূর্ণভাবে মুসলমানদের সম্পত্তি এবং সেখানে আর কারও কোনো অধিকার নেই।

Development by: webnewsdesign.com