পত্নীতলায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

সোমবার, ০৮ মার্চ ২০২১ | ১১:৩৯ পূর্বাহ্ণ

পত্নীতলায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন
apps

সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী,পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরী বাবু, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ , ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কুবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। সভায় ঐতিহাসিক ৭ ই মার্চের গুরুত্ব ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোকপাত করা হয় এবং ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্য চিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Development by: webnewsdesign.com