পটুয়াখালীরাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, আহত ৪

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ১১:২৭ পূর্বাহ্ণ

পটুয়াখালীরাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, আহত ৪
apps

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ট্রলারে অবস্থানরত ৪ জেলে গুরুত্বর আহত হন। চার জনই ঝলসে গেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে বঙ্গবসাগরের মাছ ধরার জন্য গেলে তুফানিয়া নদীতে অবস্থানরত রফিক প্যাদার জেলে ট্রলারে এ বজ্রপাত ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ছোট বাইশদিয়া গ্রামের কালাম মৃধার ছেলে নাসির উদ্দিন (৩৮), রফিক প্যাদার ছেলে মেহেদী হাসান (১৯), হরিদ্রা খালি গ্রামের হানিফ মুন্সির ছেলে মোঃ সোহরাব হোসেন (৩৫) এবং একই গ্রামের জয়নাল সরদারের ছেলে ওয়াসিম সরদার (১৯)। এ ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের মাঝে চলছে আর্তনাদ-আহাজারি

স্থানীয়রা জানান, ৪ জনই ঝলসে গেছে তবে নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কানে একদমই শুনতে পায়না। কান থেকে রক্ত ঝরছে। বজ্রপাতের বিকট শব্দে তার কানের পর্দা ফেটে গেছে বলে মনে করেন তারা।

এদিকে সকাল ৬ টায় আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা সাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

এছাড়া ট্রলারে থাকা অন্য জেলেদের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।

Development by: webnewsdesign.com