পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বিষয়ক সমন্বয় সভা

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | ৭:৫৩ অপরাহ্ণ

পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বিষয়ক সমন্বয় সভা
apps

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাবান্ধা ল্যান্ড পোর্টের সমস্য এবং সম্ভাবনা সম্পর্কে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় আটকো পড়েছে প্রায় সহ¯্রাধিক পন্যবাহী ট্রাক। বাংলাবান্ধা জিরো পয়েন্ট হতে প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত রাস্তার উভয় পাশের্^ পন্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। চড়ম ভোগন্তি ও দুর্ঘটনার সম্ভাবনা ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারিদের।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা এর সঞ্চালনায় পোর্টের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ইউসুফ আলী, ১৮ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল খন্দকার আনিসুর রহমান, বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রæপ এর সভাপতি আব্দুল লতিফ তারিন, বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ এর সাধারন সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপ এর সহ-সভাপতি রেজাউল করিম রেজা, বাংলাবান্ধা ল্যন্ড পোর্ট লিঃ এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ , পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন মোঃ আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন কাজী মাহমুদুর রহমান, মোঃ নজরুল ইসলাম ওসি ইমিগ্রেশন,আনোয়ার হোসেন মনির উপ-পরিচালক এনএসআই , মোঃ আরিফ হোসেন সভাপতি পঞ্চগড় চেম্বার অফ কমার্স, রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া, জেলা আনসার কমান্ড্যন্ট মোঃ তৌহিদুজ্জামান ও ট্রাফিক পরিদর্শক সাইদুর রহমান প্রমূখ।

সমন্বয় সভায় বলা হয়, দীর্ঘ যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থলবন্দর সংলগ্ন সড়কে ব্যাটালিয়ন আনছার অথবা অঙ্গীভূত আনসার নিয়োগ দান, পাশের কোন ভাড়াকৃত মাঠ যেখানে গাড়ি রাখা যায়, সড়কের পাশের বালু ভরাটের মাধ্যমে নিচু স্থান উচু করা।

এছাড়া কাস্টমস কর্তৃক আংশিক চালানের ছাড়পত্র প্রদান এবং আমদানি রপ্তানি সময় বৃদ্ধি করে সকাল ৭ টা থেকে রাত আটটা পর্যন্ত নির্ধারণ করলে যানজট সমস্যার সমাধান হবে বলে জানান বক্তারা।

Development by: webnewsdesign.com