নড়াইলে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া মেয়েকে উদ্ধার করতে এক পিতা নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম(বার) এর নিকট গত ৭/২/২২ খ্রিঃ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ কারী তার অভিযোগে উল্লেখ করে স্কুল পড়ুয়া মেয়ে মোছাঃ বদরুন্নেচ্ছা (১৫) গত ২/২/২০২২ইং তারিখে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে উক্ত বিষয়টি তিনি পুলিশ সুপার, নড়াইল মহোদ্বয়কে অবহিত করলে তিনি বিষয়টি ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো ভিকটিমকে দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই (নিঃ)/মোঃ কামাল হোসেন উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভিকটিম উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন এবং ভিকটিম বদরুন্নেচ্ছা (১৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করে । যার প্রতিকার হিসাবে অভিযোগকারী তার মেয়ে মোছাঃ বদরুন্নেচ্ছা (১৫) কে সুস্থ অবস্থায় পেয়ে আনন্দিত হয়। সে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের ধন্যবাদ জানান।
Development by: webnewsdesign.com