নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাশরাফির জন্মদিন পালিত

সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | ৮:৫৬ অপরাহ্ণ

নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাশরাফির জন্মদিন পালিত
apps

নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নড়াইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনালে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, নড়াইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ, জেলা কৃষক লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান, যুবলীগের জেলা যুগ্ম আহবায়ক ও সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, জেলা যুব মহিলা লীগের আহবায়ক নাসিমা রহমান পলি, যুগ্ম আহবায়ক সঞ্চিতা হক রিক্তা, সুইটি বিশ্বাস।

এছাড়া মাশরাফির জন্মদিন উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলার আউড়িয়া নাকশী বহুমুখী আশ্রয়ণ প্রকল্পবাসীর আয়োজনে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, মাসুদুল হাসান সাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, সাবেক ছাত্রনেতা মহিদুর রহমান, জাহিদুল ইসলাম লিটন, জেলা যুবলীগ নেতা খোকন সাহাসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিলেন। লোহাগড়া পৌরসভার আয়োজনে মাশরাফির জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আশরাফুল আলম।

মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গোলাম মোর্তজা স্বপন এবং মায়ের নাম হামিদা বেগম বলাকা।

Development by: webnewsdesign.com