নৌকা ডুবিয়ে পুঠিয়ার বেলপুকুরিয়ায় বিদ্রোহী, বানেশ্বরে স্বতন্ত্র( বিএনপি)প্রার্থী এগিয়ে

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২ | ২:৫৬ অপরাহ্ণ

নৌকা ডুবিয়ে পুঠিয়ার বেলপুকুরিয়ায় বিদ্রোহী, বানেশ্বরে স্বতন্ত্র( বিএনপি)প্রার্থী এগিয়ে
apps

পুঠিয়ার বেলপুকুরে নৌকা ডুবিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদিউজ্জামান বদি। বুধবার সকাল থেকে ভোট প্রদান শেষে সন্ধ্যায় গণনা শুরু হয়। এতে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র ঘোড়া মার্কায় (বিদ্রোহী আ’লীগ) বদিউজ্জামান (বদি) ৮৮৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আ’লীগের রাজিবুল হক পেয়েছেন ৮৪৮২ ভোট।

বানেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র আনারস মার্কা ( বিএনপি) ১১০৯৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আ’লীগের আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০৯৩ ভোট । রাতে পুঠিয়ার উপজেলা নির্বাচন অফিস জয়নুল আবেদীন স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্থগিত হওয়া বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি কেন্দ্রের ভোট (২৮৪৪) প্রতিদ্বদ্বী দুইজনের ভোটের পার্থক্যের চেয়ে বেশি হওয়ায় উক্ত কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে বলে পুঠিয়া নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

Development by: webnewsdesign.com