নেপালি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ৯:১৬ অপরাহ্ণ

নেপালি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক
apps

নেপালে সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখারেল এবং সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্না চন্দ্র থাপার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, শুভেচ্ছা সফর ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান গত ৭ ফেব্রুয়ারি নেপালে পৌঁছালে নেপাল সেনাবাহিনীর সদর দফতরে একটি চৌকস সেনাদল তাকে গার্ড অব অনার দেয়। এছাড়াও তিনি নেপাল সেনাবাহিনীর ওয়ের্স্টান ডিভিশন সদর দফতর পরিদর্শন করেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামি ১১ ফেব্রুয়ারি দেশে ফিরেবেন তিনি।

Development by: webnewsdesign.com