নেট দুনিয়ায় এক দল বানর

রবিবার, ১৭ জুলাই ২০২২ | ৪:১৬ অপরাহ্ণ

নেট দুনিয়ায় এক দল বানর
apps

স্মার্টফোনের প্রতি আসক্তি শুধু আমাদের মধ্যেই নেই। আমাদের পূর্বপুরুষ বানরেরও এর প্রতি ভীষণ ঝোঁক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ফেসবুকে মত্ত হয়েছে এক দল বানর।ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। চারিদিকে পড়ে গেছে শোরগোল। নেটদুনিয়ায় ফেসবুকের মতো জনপ্রিয় একটি অ্যাপে বানর দলের আনাগোনা দেখে মানুষদের মধ্যে হৈচৈও পড়েছে ব্যাপক।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন হাতে করে বানরের মুখের সামনে একটি স্মার্টফোন ধরে রয়েছেন। আর এমন অবস্থাতেই মানুষের মতো স্ক্রোল করছে বানর।একটি বানর অপলক দৃষ্টিতে মোবাইল স্কিনে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই সেখানে একে একে আসতে শুরু করে আরও বানর। সবাই যেন আগেই জানে এভাবে মোবাইল স্ক্রিনে টাচ করে কোনো ওয়েব সাইট স্ক্রল করতে হয়।যেভাবে স্মার্টফোনের প্রতি বানরের আগ্রহের ছবি ধরা পড়েছে তাতে মনে হচ্ছে বানররা স্মার্টফোন সম্পর্কে খুব দক্ষ। কুইন অব হিমাচল নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়েছে।ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘সোশ্যাল মিডিয়ার উন্মাদনা’। ভিডিওটি ভাইরাল হতেই তাতে প্রায় ১৫ লাখ মানুষ দেখেছেন। ৩ হাজারের বেশি লাইক অর্জন করেছে এমন মজার ভিডিওটি।

Development by: webnewsdesign.com