গণ অনুদানের জন্য খোলা ডাকসুর সাবেক ভিপি নুরদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে বলে বলে দাবি করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন। বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন।
এর আগে পরিষদের নেতাকর্মীরা নতুন রাজনৈতিক দল পরিচালনার জন্য এই অনুদান সংগ্রহের উদ্যোগে এইসব অ্যাককাউন্ট খোলে বেশ সারাও জাগিয়েছিল।
রাশেদ খাঁন বলেন, কোন দেশে আছি আমরা? আমাদের কি রাজনীতি করার অধিকার নেই? গণ অনুদান কালেকশনের জন্য দেওয়া বিকাশ ও ব্যাংক একাউন্ট বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।’ তবে অ্যাকাউন্টগুলো বন্ধের কারণ জানা যায়নি।
পরবর্তীতে ফেসবুক লাইভে এসে এই ঘটনাকে একটি ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ‘এতে আমাদের থামিয়ে দেয়া যাবে না। এতে আমাদের প্রতি জনগণের সমর্থন বাড়বে। প্রশাসনকে ব্যবহার করে এভাবে গণ অনুদান নেয়া বন্ধ করে দেবেন না।’ এগুলো বন্ধ করার আহবান জানান তিনি। এছাড়া আর্থিক সহযোগিতা করতে অ্যাকাউন্টের পরিবর্তে পরিষদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণ অনুদান চেয়ে লিফলেট প্রকাশ করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সে আহবানে প্রথম নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছিল বলে সাবেক ভিপি নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খাঁনদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
Development by: webnewsdesign.com