নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৩৭৫ জন

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ | ৫:১২ অপরাহ্ণ

নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৩৭৫ জন
apps

নীলফামারীতে ৩৭৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। সেইসাথে ডিমলা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।বৃহস্পতিবার (২১ জুলাই/২২) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করার সানুগ্রহ সম্মতি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নীলফামারী সদর উপজেলা হলরুমে ৫০ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার। এছাড়াও ডোমার উপজেলায় ৫০ টি,ডিমলা ২৫, জলঢাকায় ১০০, কিশোরগঞ্জে ৫০ এবং সৈয়দপুর উপজেলায় ১০০ টি ঘর বিতরন করা হয়।তথ্য অনুযায়ী, জেলায় তৃতীয় ধাপে মোট ১৫৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতক জমি বন্দোবস্তো সহ একটি গৃহ নির্মাণের বরাদ্দ ছিলো। তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১২০৫ টি ও দ্বিতীয় ধাপে ৩৭৫ টি পরিবারকে ঘর দেওয়া হয়।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার বলেন, আশ্রয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। উন্নয়নের এই প্রকল্পটি সারা বিশ্বে “শেখ হাসিনা মডেল” হিসেবে পরিচিতি পেয়েছে। সারা দেশে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীগণ নতুন ঠিকানা ও মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। তারা শাক সবজি চাষ ও হাঁস মুরগি পালন করে নিজের আর্থিক অবস্থার উন্নতি সাধন করতে পারছেন। তারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শিখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।

এসময় নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com