নিয়মিত ব্যবহার করতে হবে জিমেইল

সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

নিয়মিত ব্যবহার করতে হবে জিমেইল
apps

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ব্যবহারকারীদের জন্য নতুন এক নীতি প্রচলন করছে। আগামী বছরের ১ জুন থেকে এ নীতিমালা প্রয়োগ করবে কোম্পানিটি। গুগল অ্যাকাউন্টগুলো অর্থাৎ কোনো ব্যবহারকারী যদি টানা দু’বছরের জন্য জিমেইল, ড্রাইভ বা গুগল ফটোস বা এ জাতীয় গুগল অ্যাকাউন্টে অ্যাক্টিভ না থাকেন, তা হলে সংস্থার তরফে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট তথা প্রোডাক্টের কনটেন্ট মুছে ফেলা হবে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ দু’বছরের জন্য তার জিমেইল বা ড্রাইভ ব্যবহার না করেন, তা হলে সংস্থা নিজে থেকেই সেই অ্যাকাউন্টে ঢুকে সব তথ্য ডিলিট করে দেবে।

গুগল ডকস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস এবং গুগল ফাইলের জন্যও একই নিয়ম প্রযোজ্য। স্টোরেজ লিমিট পেরিয়ে যাওয়ার জেরে যদি কোনো গ্রাহক দীর্ঘদিন ধরে তার অ্যাকাউন্টে ইন-অ্যাক্টিভ থাকেন, তা হলেও একই ঘটনা ঘটবে।

Development by: webnewsdesign.com