নিজের সামরিক শক্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান

শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | ২:৩৯ অপরাহ্ণ

নিজের সামরিক শক্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান
ছবি-সংগৃহীত
apps

ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনির সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বলেছেন, নিজের সামরিক শক্তি নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।

যুক্তরাষ্ট্রের সব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চান বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল দেহকান এসব কথা বলেন। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন।

সে ব্যাপারে জেনারেল দেহকান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমিত আকারের ট্যাকটিক্যাল যে কোনো হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্রের পক্ষে সে যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয়। তিনি আরো বলেন, আমরা যুদ্ধ করতে চাই না। নিছক গালগল্প করার জন্যও আলোচনায় বসতে আগ্রহী নই। আইএইএ’র পরিদর্শকরা যতদিন ‘গুপ্তচরবৃত্তি’ না করবে ততদিন এ পরিদর্শন চলতে বাধা নেই।(সূত্র : পার্স টুডে)

Development by: webnewsdesign.com