জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নারী পুরুষের সমঅধিকার নিশ্চিত হলেই দেশ যথার্থভাবে উন্নত হবে। তিনি আরও বলেন, দেশে মোট জনগোষ্ঠির মধ্যে অর্ধেক নারী সমাজ যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অথচ আমাদের দেশের নারী সমাজ সব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে লাগাতে হবে।
মঙ্গলবার পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ের মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় মহিলা পার্টি আয়োজিত এক আলোচনা সভা এবং নবগঠিত জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের এসব কথা বলেন। জাতীয় পার্টির কো চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এতে সভাপতিত্ব করেন।
জিএম কাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপামর নারী সমাজের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হলে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোটার মধ্যে আবদ্ধ থেকে নয়। নিজেদের যোগ্যতা দিয়েই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। বর্তমানে সব ক্ষেত্রেই নারীরা ভালো করছে। তারা শিক্ষা-দীক্ষায় পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে ভালো করছে, রাজনীতিতে ভালো করছে, প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দিচ্ছে। এমনকি দেশ রক্ষার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরও তাদের পিছিয়ে থাকার কারণ থাকতে পারে না।
তিনি বলেন, নারীদের এগিয়ে আসতে হবে। সমতা না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টি নারী অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, অ্যাডভোকেট লাকী বেগম।
মহিলা নেত্রীদের মধ্যে বক্তব্য দেন- নিগার সুলতানা রানী, নুরুন্নাহার বেগম, মাহমুদা রহমান মুন্নি, ডা. সেলিনা খান, শাহনাজ পারভীন, রীতু নূর, হাসনা হেনা, রোখসানা, শ্রাবনী চাকমা, বকুল, মিনি খান, তানজিন আহমেদ মিনা, জেসমিন নূর প্রিয়াংকা, সীমানা আমীর, রেশমী, সৈয়দা মেহেরুন্নুসা হিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা, শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন, কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান বিপুল, লোকমান ভূঁইয়া রাজু, শারমীন পারভিন লিজা, আসমা আক্তার রুমী, মিথিলা রওয়াজা, তাসলীমা আকবর রুনা, জোনাকী মুন্সি, জোসনা আক্তার, আমেনা হাসান, সাদিয়া শারমিন রুমী প্রমুখ।
Development by: webnewsdesign.com