নারীদের ছেড়ে পুরুষ হেড কোচ হলেন ম্যাথিউ মট

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২ | ১১:৪৫ পূর্বাহ্ণ

নারীদের ছেড়ে পুরুষ হেড কোচ হলেন ম্যাথিউ মট
apps

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে তার সাফল্যের জুড়ি মেলা ভার। টানা দুটি টি-২০ বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে তার অর্জনের খাতায়। সেই সাফল্য দেখিয়ে ইংল্যান্ড পুরুষ দলের হেড কোচ হয়ে গেলেন ম্যাথিউ মট। সাদা বলে (ওয়ানডে ও টি-২০) তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৫ থেকে ২০২২ এই সাত বছর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের কোচ ছিলেন মট। তিনটি বিশ্বকাপ জেতা ছাড়াও তার অধীনে চারটি অ্যাশেজ ও টানা ২৬টি ওয়ানডে জেতার বিশ্বরেকর্ড গড়েছে অজিরা।

আগামী জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এউইন মরগানদের গুরু হিসেবে অভিযান শুরু করবেন ৪৮ বছর বয়সী এই কোচ। এদিকে, কিছু দিন আগে ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট দলের হেড কোচ বানিয়েছে ইসিবি। জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে তারা। দলে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে।

Development by: webnewsdesign.com