নারায়ণগঞ্জের ফার্মেসিতে চাকরি, গ্রামে ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ বলে প্রচার

মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | ৩:০২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের ফার্মেসিতে চাকরি, গ্রামে ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ বলে প্রচার
নারায়ণগঞ্জের ফার্মেসিতে চাকরি, গ্রামে ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ বলে প্রচার
apps

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির দায়ে ভুয়া চিকিৎসককে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ধন্দিবাজারের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম অভিযানে নেতৃত্ব দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুল আমিনের ছেলে জানে আলম (৪০)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম জানান, জানে আলম বন্দর উপজেলায় তার চাচার ফার্মেসিতে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেন। কিন্তু নিজের এলাকায় গিয়ে নিজেকে ‘মা ও শিশু বিশেষজ্ঞ’ বলে প্রচার করেন। একই সঙ্গে রোগী দেখা শুরু করেন।

তিনি আরও জানান, জানে আলম চিকিৎসার বিভিন্ন ভুয়া উপাধি ব্যবহার করতেন। বৈধ কাগজপত্রাদি দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Development by: webnewsdesign.com