নাটোরে আধা কেজি ওজনের থাই পেয়ারা, লাভবান চাষী..

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | ১১:৩৬ পূর্বাহ্ণ

নাটোরে আধা কেজি ওজনের থাই পেয়ারা, লাভবান চাষী..
apps

কীটনাশকমুক্ত ও দাম ভালো পাওয়ায় নাটোরে বাণিজ্যিকভাবে বেড়েছে থাই জাতের পেয়ারার চাষ। শহরের নীচাবাজারে প্রতিদিন দেড়শো থেকে ২০০ মণ এ জাতের পেয়ারা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন পেয়ারা কিনতে।

নাটোর শহরের নীচাবাজার। প্রতিদিন বস্তা বস্তা পেয়ারা নিয়ে এখানে আসেন প্রান্তিক চাষিরা। এক একটি পেয়ারার ওজন হাফ কেজির মতো। দেখতে তরতাজা আর মিষ্টিও।

চাষীরা জানান, এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে পেয়ারা কেনাবেচা হয়। কোন ধরনের সমস্যা হয়। আমরা দামও ভালো পাই।

কীটনাশকমুক্ত ও তাজা এই পেয়ারা কিনতে দূর-দূরান্ত থেকে এখানে আসেন পাইকার ও সাধারণ ক্রেতারাও। বারো মাসি থাই থ্রি জাতের এ পেয়ারা বিক্রি হয় কেজি প্রতি ৩৫ থেকে ৪৫ টাকায়।

নাটোর শহরের এই বাজারে প্রতিদিন আড়াই থেকে তিন লাখ টাকার পেয়ারা বিক্রি হয়।

ক্রেতারা জানান, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে পেয়ার ক্রয় করতে। এখন কেজি প্রতি ৪০-৪৫ টাকা বিক্রি হয়। শীতকালে দাম একটু বাড়তি থাকে।

চলতি বছর জেলার ৩৮০ হেক্টর জমিতে প্রায় ৬ হাজার মেট্রিক টন থাই থ্রি জাতের পেয়ারা উৎপাদন হয়েছে।

Development by: webnewsdesign.com