নাগরপুরে বঙ্গবন্ধুর  জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

বুধবার, ১৭ মার্চ ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ

নাগরপুরে বঙ্গবন্ধুর  জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
apps
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখা দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন শেষে একটি বিশাল র‍্যালি বের করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক কুদরত আলীর নেতৃত্বে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে  এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন,  জেলা আওয়ামীলীগের সদস্য তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক কুদরত আলী প্রমুখ। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. নিজাম উদ্দিন, মো. মতিউর রহমান মতি, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম খান অপু, শেখ সামছুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. খালেদ হাসান , যুব ও ক্রীড়া বিএমএম জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. দোলায়ার হোসেন দিলু, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ন আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, জেলা  মৎস্যলীগের সদস্য এসএম কবির হোসেন  সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭

Development by: webnewsdesign.com