নাগরপুরে তিন দিনব্যাপী উরছ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

নাগরপুরে তিন দিনব্যাপী উরছ
apps

টাঙ্গাইলের নাগরপুরে ৬২তম উরছ আজম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি ২০২০ ইং, উরছ আজম শুরু হবে। নাগরপুরের সদরের বাবনা পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মীর শামছুল হুদা সাপ্লাই সাহেবের প্রতিষ্ঠিত বিশ্বশান্তি মিশনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে। উরছ আজম অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের প্রখ্যাত আলেমে দ্বীন ও মাওলানাদের সমন্বয়ে প্রাঞ্জল ও ইসলামিক বক্তব্য পেশ করে থাকেন।

প্রথম দিনের প্রধান বক্তা হচ্ছেন, হযরত মাওলানা মোঃ তরিকুল ইসলাম পান্নু, দ্বিতীয় দিন ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মোহাম্মদ খাদেমুল ইসলাম। তৃতীয় দিনের বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা শেখ হামিদুর রহমান সাইফী। বিশ্ব শান্তি মিশনের বার্ষিক ওরছ আজমের সভাপতিত্ব করবেন, মীর শামছুল হুদা সাপ্লাই। পরিচালনায় হযরত মাওলানা মোঃ আব্দুস সালাম আনসারী।

উক্ত মাহফিলে সভাপতি ও বিশ্ব শান্তি মিশন প্রতিষ্ঠাতা মীর শামছুল হুদা সাপ্লাই সাহেব নাগরপুরের একজন প্রবীণ, ইসলামিক চিন্তাবিদ, উচ্চশিক্ষিত ব্যক্তি বটে। নাগরপুর তথা টাঙ্গাইলের মধ্য যার সুনাম রয়েছে সাপ্লাই সাহেব নামে। উক্ত উরছ আজমে উপস্থিত হয়ে সভাকে সাফল্য করার জন্য অনুরোধ করছি।

Development by: webnewsdesign.com