ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহন করা গাড়ির চাপায় কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে এ কথা জানান তিনি। এ সময় নাঈমের সহপাঠী ও স্বজনদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বুধবার গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নাঈম হাসান নিহত হয়। ঘটনার জন্য দায়ী চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com