নবাবগঞ্জে প্রভাবশালীদের দখলে চলছে পুকুর বাণিজ্য

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ১:৪৬ অপরাহ্ণ

নবাবগঞ্জে প্রভাবশালীদের দখলে চলছে পুকুর বাণিজ্য
apps

দিনাজপুর জেলার সর্ব দক্ষিণে অবস্থিত বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা। এখানে অবস্থিত উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আশুড়ার বিল। এই বিলের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন অবৈধ দখলদাররা। আর এর নেপথ্যে দুই উপজেলার প্রভাবশালীদের পুকুর বাণিজ্য রয়েছে বলে স্থানীয় জনগণ ও প্রশাসন অভিযোগ করেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিরামপুরের খানপুর ইউনিয়নের ধানজুড়ি এলাকায় এবং নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের খটখটিয়া কৃষ্টপুর এলাকায় বিল দখল করে সেখানে ভেকু মেশিন দিয়ে পুকুর তৈরির মহোৎসব চলছে। বিলের মাঝে আড়াআড়িভাবে মাটি দিয়ে ভরাট করে দখল করে তাতে পুকুর তৈরি করছেন ভুমি দস্যুরা।

স্থানীয়দের অভিযোগ, পুকুর বাণিজ্যকারী প্রভাবশালীদের ইন্ধনে অবৈধ দখলদাররা কয়েকমাস আগে আশুড়ার বিলের পানি ধরে রাখার জন্য নির্মিত ক্রসড্যামের বাঁধ কেটে দেন। গত তিন সপ্তাহ আগে আশুড়ার বিলে পানি ধরে রাখার জন্য ক্রসড্যামের সংস্কার কাজ শুরু করে প্রশাসন।

এ সময় স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে কতিপয় দখলদার সংস্কার কাজে বাঁধা দিয়ে সেখানে অবস্থান নেন। এর ফলে আশুড়ার বিলটি পানিশূন্য হয়ে পড়ে। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী স্থানীয় ভূমিদস্যু প্রভাবশালীরা ইচ্ছামতো বিলের জায়গা দখল করে তাতে ভেকু মেশিন দিয়ে দিন-রাত সমানভাবে মাটি খনন করে পুকুর তৈরি করতে থাকেন।

এ ব্যাপারে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, বিল দখল করে তাতে পুকুর তৈরির অভিযোগ পেয়ে পুলিশ ও বনবিভাগের কর্মকর্তাসহ সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিরামপুর অংশে চারটি পুকুর তৈরির কাজ বন্ধ করে দেয়া হয়েছে। দখলদারদের অনেকেই দাবি করেছেন সরকারের কাছ থেকে পত্তন নেয়া জমিতে পুকুর তৈরি করা হচ্ছে। কিন্তু পত্তন নেওয়া জমির শ্রেণি পরিবর্তনের কোনও সুযোগ নেই।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার জানান, আশুড়ার বিল উত্তরাঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। বিলটিকে দখল করতে একটি প্রভাবশালী মহল অবৈধ দখলদারদের নিয়ে ক্রসড্যাম সংস্কার কাজে বাধা দিচ্ছে। সব পুকুর উচ্ছেদ করে অচিরেই বিলের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা হবে।

Development by: webnewsdesign.com