পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স

নড়াইলে ষষ্ঠ ব্যাচের উদ্বোধন করলেন এসপি প্রবীর কুমার রায়

শনিবার, ২১ মে ২০২২ | ৯:৩৬ অপরাহ্ণ

নড়াইলে ষষ্ঠ ব্যাচের উদ্বোধন করলেন এসপি প্রবীর কুমার রায়
apps

নড়াইলে পদমর্যাদা ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচের উদ্বোধন করলেন এসপি প্রবীর কুমার রায়।

নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে নায়েক ও কনস্টেবল পদের পুলিশ সদস্যদের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে পুলিশ সদস্যদের আরো বেশি যোগ্য, দক্ষ, সাহসী ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং তাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটিয়ে পুলিশিং সেবার মান বৃদ্ধি করা। শনিবার ২১মে, সকাল ৯ টার সময়। এ সময় তিনি পুলিশ সদস্যদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর; পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্য, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

Development by: webnewsdesign.com