ধর্ষণ মামলায় মহিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | ৩:১১ অপরাহ্ণ

ধর্ষণ মামলায় মহিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
apps

সাভারের আশুলিয়ায় নিজ মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের মামলায় অধ্যক্ষ মাওলানা তৌহিদ বিন আজহারকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। গ্রেফতার মাওলানা তৌহিদ বিন আজহার নাটোর জেলা থানার গুরদাসপুরের মৃত মো. আজাহারের ছেলে। তিনি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় থাকে দুটি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, গত কয়েক দিন আগে মাওলানা তৌহিদ বিন আজহারের স্ত্রী বাসায় ছিলো না। সেই সুযোগে চা বানানোর কথা বলে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করে। এছাড়া বিষয়টি অন্য কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে এর সহপাঠীর মাধ্যমে চিরকুঠ লেখে পরিবার কাছে পাঠালে বিষয়টি জানালে ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ভুক্তভোগী শিশুকে ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

Development by: webnewsdesign.com