ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের দায়ে অভিযুক্তদের ৪৮ ঘণ্টার ভেতরে গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক সমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দেশের বিভিন্ন স্থান সংগঠিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচার না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, তা হতে পারে না। এর বিচার হতে হবে। ফেসবুকে লাইভ করে হুমকি দেয়ার কথা তো আগে কখনও শুনিনি। অথচ নুর সেটা করেছে।
নূর ডাকসুর ভিপিদের মর্যাদাহানী করেছে মন্তব্য করে জয় বলেন, এই নুর সবাইকে ভুল বুঝিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। নুরু গংরা শিবিরদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ গঠন করেছে, কিসের ছাত্র অধিকার পরিষদ? আপনারা তো এখন দেখছি ধর্ষক অধিকার পরিষদ। সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
Development by: webnewsdesign.com