দ. চীন সাগরের সীমান্ত এলাকা নৌবাহিনী মোতায়েন ইন্দোনেশিয়া

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ | ৬:৫৮ অপরাহ্ণ

দ. চীন সাগরের সীমান্ত এলাকা নৌবাহিনী মোতায়েন ইন্দোনেশিয়া
apps

ইন্দোনেশিয়া দক্ষিণ চীন সাগরের সীমান্ত এলাকা নৌবাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছে। নাতুনাদ্বীপ এলাকার কাছে নৌবাহিনীর হেডকোয়ার্টার সরানোর কথা জানানো হয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মার্গোনো এ কথা জানান।

তিনি জানিয়েছেন, নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দফতর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগর সংলগ্ন নাতুনা দ্বীপে স্থানান্তর করা হবে। বেইজিং নাতুনা দ্বীপের মালিকানা দাবি না করলেও অঞ্চলটির পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে বলে দাবি করে। এ সার্বভৌমত্বের ফলে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারে বলেও দাবি বেইজিংয়ের। তবে ইন্দোনেশিয়া বলছে, চীনের এমন দাবির কোনও আইনি ভিত্তি নেই। আইন অনুযায়ী ওই অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার। এ অঞ্চলটি ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বেশকয়েকটি দেশের সঙ্গে বিরোধে জড়িয়েছে চীন। মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নৌপথে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে।

পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশ ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম।

Development by: webnewsdesign.com