দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়া: আতিকুল

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৬ অপরাহ্ণ

দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়া: আতিকুল
apps

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেন যে ইভিএমে ভোট দেয়া নিয়ে যেরকম অনিয়মের আশঙ্কা তারা করেছিলেন, তা প্রমাণিত হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে হওয়া অনিয়ম নিয়ে বিএনপি প্রার্থীদের অভিযোগ আমলে নেয়নি কমিশন। ভোটাররা নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় কেন্দ্রে ভোট দিতে উপস্থিত হননি বলে অভিযোগ করেন তিনি।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে যা বললেন আতিকুল ইসলাম
ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মন্তব্য করেছেন যে, দেশ উন্নতির দিকে যাচ্ছে তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।

আতিকুল ইসলাম বলেন, “উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন যে সেখানে মানুষের ভোট দেয়ার হার কমে থাকে।”

পাশাপাশি শুক্রবারের পর শনিবারও ছুটির দিন পাওয়ায় ঢাকার বাসিন্দাদের অনেকেই ঢাকার বাইরে বেড়াতে গিয়েছেন বলে মন্তব্য করেন আতিকুল ইসলাম।

Development by: webnewsdesign.com