দেশে বন্যায় এ পর্যন্ত সাপের কামড়ে মৃত্যু ৩১, আহত ৯১

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ১১:৫৯ পূর্বাহ্ণ

দেশে বন্যায় এ পর্যন্ত সাপের কামড়ে মৃত্যু ৩১, আহত ৯১
apps

সারাদেশে বন্যায় এ পর্যন্ত মোট ২৬২ জন মারা গেছেন। এর মধ্যে ২১৩ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে আর ৩১ জন মারা গেছে সাপের কামড়ে। এ ছাড়া সাপের কামড়ে আহত হয়েছে আরো ৯১ জন।

বন্যা ছাড়াও দেশে সারা বছরই বিভিন্ন এলাকায় সাপের কামড়ে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে দেশের উপজেলা পর্যায়ে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। চলতি বছর ৫০ হাজার টিকা সরবরাহ করেছে সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তৃতীয় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রগ্রামের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সভাপতিত্ব করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য) অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলাম।

Development by: webnewsdesign.com