দেশে একদিনে হাসপাতালে ভর্তি ২১ ডেঙ্গু রোগী

রবিবার, ১৫ নভেম্বর ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ

দেশে একদিনে হাসপাতালে ভর্তি ২১ ডেঙ্গু রোগী
apps

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন এবং খুলনায় তিনজন মোট ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন এই ২১ জন রোগীসহ বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি মোট ৮৪ জন রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০ জন এবং খুলনা বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে পাঁচজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুইজনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

Development by: webnewsdesign.com