দেশের উন্নয়নের জন্য প্রবাসী বৃত্তবানদের সাহায্যের হাত আরো প্রসারিত করতে হবে: আলম খান মুক্তি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ৩:৪৯ অপরাহ্ণ

দেশের উন্নয়নের জন্য প্রবাসী বৃত্তবানদের সাহায্যের হাত আরো প্রসারিত করতে হবে: আলম খান মুক্তি
apps

ইতালি প্রবাসী মো. জাকির হোসেন পাপ্পুর সৌজন্যে বিদেশ বাংলা হেল্পলাইন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় ও হাজারীবাগ যুব উন্নয়ন কমিটির উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা, ব্লাড ক্যাম্পিং, রক্তদান কর্মসুচীর আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ঈদগাহ শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাহ মো. মোশাহিদ আলী সভাপতিত্বে ও আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। এসময় তিনি বলেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল করেছে। বিনিয়োগ করে দেশে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। তাই দেশের উন্নয়নের প্রতিটি সেক্টরে প্রবাসীদের অবদান রয়েছে। তিনি দেশের স্বার্থে প্রবাসী বৃত্তবানদের সাহায্যের হাত আরো প্রসারিত করার আহবান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি ও মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সামছুল ইসলাম, বিদেশ বাংলা হেল্পলাইন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান শামীম, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মো. মিফতাহল হোসেন সুইট, মহানগর আ.লীগের সাবেক সদস্য নাজমূল ইসলাম এহিয়া, শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক, সদস্য এনামূল হক, ৫নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, সাবেক মেম্বার আলতাব মিয়া, গফুর মিয়া, হাজারীবাগ উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন পাপ্পু, সহ-সভাপতি আব্দুল আউয়াল টিটু, মহানগর যুবলীগ নেতা ইরফান আহমদ, শ্রমিক লীগ নেতা মো. গুলজার হোসেন, যুবলীগ নেতা ইমু, শাহীন, রুবেল আহমদ, রুমেল প্রমুখ।

Development by: webnewsdesign.com