দেউলিয়াত্বের আবেদন করল ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | ২:০৩ অপরাহ্ণ

দেউলিয়াত্বের আবেদন করল ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই
দেউলিয়াত্বের আবেদন করল ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই
apps

ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান এফটিএক্স-এর পর এবার নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আদালতে আবেদন করল আরেক ক্রিপ্টো ঋণদাতা সংস্থা ব্লকফাই।

আটটি সহযোগী সংস্থাকে সঙ্গে নিয়ে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি আদালতে এই আবেদন করে ব্লকফাই।

ব্লকফাই এমন একটি কোম্পানি যা প্রচলিত ব্যাংকের অনুরূপ পদ্ধতিতেই কাজ করে, সঞ্চয়ের সুদ পরিশোধ করে এবং গ্রাহকের আমানত ব্যবহার করে ঋণের তহবিল দেয়।

সংস্থাটি দেউলিয়াত্বের আবেদনে জানিয়েছে, বর্তমানে তাদের হাতে ২৫৬.৯ মিলিয়ন মার্কিন ডলার নগদ রয়েছে। আদালতের নথি অনুসারে, এর পাওনাদারদের মধ্যে এফটিএক্সও রয়েছে। এর কাছে ২৭৫ মিলিয়ন ডলার পাওনা রয়েছে। এছাড়া ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে পাওনা রয়েছে ৩০ মিলিয়ন ডলার। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, সিএনএন

Development by: webnewsdesign.com