দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু 

শুক্রবার, ০৫ মার্চ ২০২১ | ৪:৩১ অপরাহ্ণ

দীর্ঘ এক মাস পর হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু 
apps
দীর্ঘ এক মাস ছয়দিন (৩৬দিন) পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে ভারত থেকে ট্রাকে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়।
ইন্দোর জাতের এই পেঁয়াজ স্থলবন্দরে পাইকারিতে ৩০-৩১ টাকা দরে বিক্রি হয়েছে। হিলি স্থলবন্দরে  পানামা পোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সোহেল রানা ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন,ভারত পেঁয়াজ রফতানি বন্ধের কারণে পাবনা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের পর্যাপ্ত আবাদ করেছেন কৃষকরা। এ কারণে পেঁয়াজের উৎপাদন আগের তুলনায় বাড়ায় বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ যেমন বেড়েছে তেমনি দামও ভারতীয় পেঁয়াজের চেয়ে কম ছিল।
এরপর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে সাড়ে তিন মাস বন্ধের পর গত ২ জানুয়ারি থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে দেশীয় পেঁয়াজের চেয়ে আমদানি করা পেঁয়াজের দাম বেশি হওয়ায় খোলা বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যায়। এছাড়া পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের কারণে লোকশান হওয়ায় পেঁয়াজ আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা।
কিন্তু সম্প্রতি দেশীয় পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কমতে শুরু করেছে, এ কারণে পেঁয়াজের দাম আগের তুলনায় কিছুটা বাড়ছে। এজন্য পুনরায় পেঁয়াজ আমদানি শুরু করেছে আমদানিকারকরা আগামী সপ্তাহ থেকে নিয়মিত পেঁয়াজ আমদানি হবে বলে জানান।
এছাড়া আগামী রমজানে পেঁয়াজের বাড়তি চাহিদা থাকবে, তাই পেঁয়াজের আমদানিও বাড়বে। তবে নিয়মিত পেঁয়াজ আমদানি হলে রমজান মাসে খুচরা বাজারে তেমন দাম বাড়বে না বলে তারা মনে করছেন।  হিলি কাস্টমসের তথ্যমতে বৃহস্পতিবার ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি বন্দর দিয়ে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৫

Development by: webnewsdesign.com