দীর্ঘ একযুগ পর ভোলার চরফ্যাশনের দুটি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা 

বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ | ৮:৪২ অপরাহ্ণ

দীর্ঘ একযুগ পর ভোলার চরফ্যাশনের দুটি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা 
apps
দীর্ঘ এক যুগের ও বেশী সময় ধরে চরফ্যাসনের আছলামপুর ও ওমরপুরের ইউপি নির্বাচন বন্ধ থাকার ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ওই দুই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১১ সনে আছলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৪ সনে আছলামপুর ইউনিয়ন বিভাজন করে ওমরপুর নামে নতুন ইউনিয়ন রুপান্তরিত হয়। ওই দু’ইউপির নির্বাচন আগামী ৬ নভেম্বর মনোয়ন পত্র দাখিল, বাছাই ৭ নভেম্বর, ১২ নভেম্বর প্রত্যাহার এবং ২৮ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
চরফ্যাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আছলামপুর ইউপিতে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৫শ ২৭জন এবং ৫ হাজার ৪শ ৪জন মহিলা ভোটার ওই দিন ভোট প্রয়োগ করতে পারবেন।
এদিকে ওমরপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১শ ৭৩জন। ওই দুইউপিতে আগামী ২৮ নভেম্বর  ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে বলে জানান। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই  ওমরপুর ও আছলামপুরের বিভিন্ন হাট বাজারে আনন্দ মিছিল করেছেন প্রার্থীরা।

Development by: webnewsdesign.com