দিল্লির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২২

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ

দিল্লির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২২
apps

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এছাড়া এ রাজ্যে ১৮৯ জনের গুরুতর হতাহতের খবর জানিয়ে সংবাদ সংস্থা এএনআই।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গুরু টেগ বাহাদুর হাসপাতাল এবং অপর একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে লোকনায়ক জয় প্রকাশ নারায়ন হাসপাতাল।

এদিকে এএনআইকে তাদের এক সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালকে রাজধানীর রাজনীতিকে স্বাভাবিক করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, ডোবাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রীসভাকে এ বিষয়ে বিবৃতি দেবেন।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। গত মঙ্গলবার সারাদিনই দফায় দফায় সংঘর্ষ চলে। লাঠি-রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন।

Development by: webnewsdesign.com