‘দিন দ্য ডে’ এটা বাংলাদেশের সিনেমা নয়:মিশা সওদাগর

রবিবার, ১৪ আগস্ট ২০২২ | ১২:০৭ অপরাহ্ণ

‘দিন দ্য ডে’ এটা বাংলাদেশের সিনেমা নয়:মিশা সওদাগর
apps

‘আমাদের নতুন ‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় তাকে (মিশা সওদাগর) ভিলেন হিসেবে নেয়া হয়নি, তাই তিনি এমন মন্তব্য করেছেন বলে দাবি নায়িকা বর্ষার। সম্প্রতি জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর মন্তব্য করেন, ‘দিন দ্য ডে’ নিয়ে কথা বলার কী আছে? এ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই! এটা বাংলাদেশের সিনেমা নয়। এ মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা মন্তব্য করেছেন অনন্ত-বর্ষা।

শনিবার (১৩ আগস্ট) অনন্ত জলিল বলেন, দিন দ্য ডে বাংলাদেশের সিনেমা নয়, এটা উনি কীভাবে বলেন? এ সিনেমায় উনি অভিনয় করেছেন তার রেমুনারেশন উনি তো বাংলাদেশি টাকায় নিয়েছেন। উনি যা ভেবেছেন, তাই বলেছেন।’অনন্ত আরও বলেন, ‘মিশা ভাই একজন শিল্পী। তার কোনো ক্রিয়েটিভিটি নেই। উনি টাকা পান এবং অভিনয় করেন। আর আমি সিনেমা নির্মাণ করি। টাকা লগ্নি করি। আমার হাত ধরে উনি বাংলাদেশের প্রথম ডিজিটাল সিনেমায় অভিনয় করেন। তাই বলব, আমি আমার মতো করে সিনেমা বানাব সেটা আমাদের দেশীয় সিনেমা হবে।’

এদিকে বর্ষা বলেন, ‘আমাকে মিশা ভাই ডাকতেন বোন বলে। উনি কখনও আমার নাম ধরে ডাকতেন না। আমি তাকে ভাইয়ের মতোই শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। কিন্তু উনি কেন আমাদের নিয়ে এমন মন্তব্য করলেন তা আমার কাছে পরিস্কার। মূলত আমাদের নতুন সিনেমা নেত্রী দ্য লিডারে তাকে ভিলেন হিসেবে নেয়া হয়নি তাই হয়তো উনি এভাবে বলছেন।’

Development by: webnewsdesign.com