দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে আবারও কমেছে দেশি কাঁচামরিচের দাম। পাইকারি বাজারে কেজি প্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা, যা গতকালকে কেজি প্রতি বিক্রি হয়েছিলো ৩০ টাকায়। দেশি কাঁচামরিচের উৎপাদন বেশি হওয়ায় দাম কমছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আজ বুধবার (২৪ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
কাঁচামরিচ বিক্রেতারা বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হলেও বাজারে কোন প্রভাব পড়েনি। দেশের বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে দাম কমতে শুরু করেছে। বগুড়া, পাঁচবিবিসহ বিভিন্ন মোকামে প্রচুর পরিমাণ কাঁচামরিচ উঠতে শুরু করেছে, সেখান থেকে পাইকাররা কাঁচামরিচ এনে বিক্রি করছেন। অল্প কয়েক দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে যাবে বলেও জানান বিক্রেতারা।
Development by: webnewsdesign.com