ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত হার দেখেছে ম্যানচেস্টার সিটি। তাদের প্রথমবার হারানোর ইতিহাস গড়েছে বোর্নমাউথ। সিটি হেরেছে ২-১ গোলে। তাদের হারের দিনে ব্রাইটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে শীর্ষে উঠেছে লিভারপুল।
হাই প্রেসিং ফুটবলের ফলটা নবম মিনিটেই পেয়ে যায় বোর্নমাউথ। বাই লাইন থেকে মিলোস কারকেজের কাটব্যাকে জাল কাঁপান সেমেনইয়ো। সিটির জন্য প্রথমার্ধটা ছিল নিষ্প্রভ। লক্ষ্যে একটি বলও তারা পাঠাতে পারেনি। বিরতির পরও আত্মবিশ্বাস অটুট থাকে বোর্নমাউথের। প্রথম মিনিটেই ব্যবধান বাড়ানোর কাছে তারা চলে এসেছিল। তাদের চেষ্টাকে ব্যর্থ করে দেন এদেরসন। ৬৪ মিনিটে অবশ্য কোনও ভুল হয়নি এভানিলসনের। কারকেজের লো বল থেকে জাল কাঁপিয়েছেন।
২-০ গোলে পিছিয়ে পড়া সিটি শেষ পর্যন্ত ৮০ মিনিটে লক্ষ্য বরাবর বল পাঠাতে পারে। স্কোরশিটে নাম তুলেন গাভারদিওল। যোগ হওয়া সময়ে হাল্যান্ড চেষ্টা করেছিলেন একটি পয়েন্ট ছিনিয়ে নিতে। কিন্তু তার ক্লোজ রেঞ্জের শট লাইন থেকে সেভ হয়ে গেছে।
এই পরাজয়ে সিটি দুইয়ে নেমে গেছে। আর লিভারপুল পিছিয়ে পড়েও ব্রাইটনকে হারিয়ে উঠে গেছে শীর্ষে। লিভারপুলের জয়ে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ১৪ মিনিটে ফের্ডি কাদিগলুর গোলে স্কোর ১-০ করে ফেলেছিল ব্রাইটন। বিরতির পরই ভাগ্য বদলেছে মোহাম্মদ সালাহরা। ৬৯ মিনিটে বাম উইং থেকে কোডি গাকপোর ক্রস সরাসরি চলে যায় জালে। তিন মিনিট বাদে বাঁকানো শটে জয়সূচক গোলটি করেছেন সালাহ। নতুন কোচ আর্নে স্লটের অধীনে খেলা লিভারপুল ১৫ ম্যাচে পেয়েছে ১৩তম জয়। সিটির চেয়ে তারা এগিয়ে আছে দুই পয়েন্টের ব্যবধানে।
Development by: webnewsdesign.com