দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ২৫ হাজার জরিমানা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৭:১৮ অপরাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ২৫ হাজার জরিমানা
apps

দক্ষিণ সুনামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ ও ভেজাল পণ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাগলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী। অভিযানে সহযোগীতা করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

 

এসময় ইমাদ রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, বাদশা কনফেকশনারীকে ৫ হাজার টাকা, মা রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং বিজয় রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এ উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, এসআই রিপন চন্দ্র গোপ, নাজির আবু বক্কর, গনমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, নোহান আরেফিন নেওয়াজ, পুলিশ কন্সটেবল মোস্তফা, মোশাররফ প্রমুুুখ।

Development by: webnewsdesign.com