ত্রাণ বিতরণের জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড এক সপ্তাহের জন্য স্থগিত

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ

ত্রাণ বিতরণের জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড এক সপ্তাহের জন্য স্থগিত
apps

বণ্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের স্বার্থে সাত দিনের জন্য ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ দুপুরে তিনি এক আদেশে জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের বণ্যা দূর্গতদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।

আজ দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা করার আগে নির্দেশনা দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ভালো নেই। বণ্যায় রংপুর ও সিলেট বিভাগ সহ উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তাদের মাঝে খাদ্য নেই, বিশুদ্ধ পানি নেই, জীবন রক্ষাকারী অসুধ নেই, শিশু খাদ্য নেই।

এমন বাস্তবতায়, সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা না করে গণমানুষের পাশে দাঁড়ানোই উত্তম। জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের দূর্গত মানুষকে সার্বিক সহায়তা করতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। পাশাপাশি জাতীয় পার্টি গঠিত ত্রাণ বিতরণ কমিটিকে সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।

Development by: webnewsdesign.com